বাহামা দ্বীপপুঞ্জে তান্ডব চালিয়ে ঘূর্ণি ঝড় ডোরিয়ান অগ্রসর হচ্ছে ফ্লোরিডারদিকে
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
অতি শক্তিশালী ঘূর্ণি ঝড় ডোরিয়ান বাহামা দ্বীপপুঞ্জে আঘাত এনে ফ্লোরিডারদিকে অগ্রসর হচ্ছে। বাহামায় তান্ডব চালানোর সময় এর মাত্রা ছিল ৫। এই মাত্রার ঝড়কে প্রাননাশী ঘূর্ণি ঝড় বলা হয়। এর আঘাতে বাহামায় ব্যপক ক্ষয়ক্ষতি সাধন হয়। এই সময়ে ঘূর্ণি ঝড়টি উপকুলে ১৯ থেকে ২৩ ফুট উচ্চতার জলোচ্ছাস সৃষ্টি করে আঘাত হানে। ঘূর্ণি ঝড়ের আঘাতে বাহামায় অনেক দালান কোঠার ছাদ ভেঙ্গে ভেসে গেছে। দ্বীপটির একতলা বাড়িগুলি পানিতে ডুবে গেছে। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। রেকর্ড রাখা শুরু থেকে দেখা যায় আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ২য় সর্বোচ্চ মাত্রার ঘূর্ণি ঝড় এটি।
বাহামায় আঘাতের সময় ঘূর্ণি ঝড় ডোরিয়ানের কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ২৯০ কিলোমিটার যা ঝড়ো হাওয়াসহ ৩৫৪ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। স্থানীয় সময় সোমবার রাত হতে মঙ্গলবার রাতের মধ্য ডোরিয়ান ফ্লোরিডায় আঘাত আনতে পারে বলে জানিয়েছে ফ্লোরিডার আবহাওয়া দপ্তর। ফ্লোরিডায় ইতিমধ্যই জরুরী অবস্থা জারি করা হয়েছে। এর কারনে ট্রাম্পের নির্ধারিত সফরসূচীও বাতিল করা হয়েছে।