বিনিয়োগকারীদের তুষ্ট করতে বিনিয়োগ সম্মেলনে ভ্যালি ড্যান্স নিয়ে পাকিস্তানে সমালোচনার ঝড়

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

পাকিস্তানের অর্থনীতিতে চরম মন্দাভাব চলছে। তাই বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানা রকম প্রচারনা চালিয়ে যাচ্ছে দেশটি। তারই ধারাবাহিকতায় আজারবাইজানের রাজধানী বাকুতে কয়েকদিন আগে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে পাকিস্তান। পাকিস্তানের শারহাদ চেন্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই সম্মেলনের আয়োজক। সম্মেলনে পাকিস্তানের সুন্দরী নর্তকীদের দিয়ে লাস্যময়ী ভ্যালি ড্যান্সের আয়োজন করা হয়।

বাকুতে বিনিয়োগ সম্মেলনে এই লাস্যময়ী ভ্যালি ড্যান্স আয়োজন নিয়ে পাকিস্তানে এমরান সরকারের বিরুদ্ধে বইছে কড়া সমালোচনার ঝড়। পাকিস্তানের ধর্মপ্রাণ মুসলমানরা এই বিনিয়োগ সম্মেলনে এই ভ্যালি ড্যান্স আয়োজন মেনে নিতে পারছেন না। বাস্তবে পাকিস্তানের অর্থনীতিতে এখন স্মরনকালের মধ্য চরম মন্দাভাব চলছে। যে আশা ও স্বপ্ন দেখিয়ে ইমরান খান ভোটে জিতেছিলেন তা বাস্তবে তিনি করে দেখাতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *