সরকারের ভাল কাজের প্রশংসা না করলে ভাল কাজ করার প্রবনতা কমে যাবে
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
মন্দ কাজের নিন্দা ও ভাল কাজের প্রশংসা করার কথা পন্ডিতজনেরা বলে থাকেন। তবে সমাজ ও রাষ্ট্রে এর প্রতিফলন খুবই কম। সম্প্রতি আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনগুলির কতিপয় নেতা দলীয় পদ-পদবী ব্যবহার করে ব্যপক চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিসহ আরো অনেক অপকর্মে লিপ্ত হয়ে আওয়ামীলীগের নীতি আদর্শের ওপর কালিমা লেপন করছে। বিগত দশ বছরে সর্ব ক্ষেত্রে ব্যপক উন্নয়ন হলেও কতিপয় নেতার অপকর্মে মানুষের কাছে আওয়ামীলীগের ভাবমূর্তি ব্যপকভাবে ক্ষুন্ন হচ্ছে। আওয়ামীলীগ ও সরকার কতিপয় নেতার অপকর্মের দায় নিতে চাচ্ছে না। ফলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান শুরু করেছে। দলীয় নেতাদের অপকর্মের বিরুদ্ধে এই অভিযানকে সাধারন মানুষ স্বাগত জানাচ্ছে। সাধারন মানুষের কাছে এই অভিযানের মধ্য দিয়ে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আওয়ামীলীগ ও সরকার প্রধান শেখ হাসিনা নিজ দলের মধ্য থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। পর্যায়ক্রমে দলমত নির্বিশেষে সকল চাদাবাজ, দখলবাজ, ক্যাসিনো ব্যবসায়ীসহ সকল অপরাধীকেই আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে সরকার তথা আওয়ামীলীগ দৃঢ়প্রতিজ্ঞ।
কিন্তু শুধু বিরোধীতার খাতিরে কিছু দায়িত্বশীল বিরোধী দলীয় নেতা সরকারের এই ভাল উদ্যোগকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে সাধারন মানুষকে বিভ্রান্ত করে আসছে। অভিযানে যারা ধরা পড়েছে তারা অতীতে অন্য দল করলেও হালে সরকারী দলের নেতা বনে গেছে। ইতিমধ্যই ধরা পড়েছে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়া, কৃষকলীগ নেতা ফিরোজ আলম, যুবলীগের নেতা পরিচয় দানকারী টেন্ডার মাফিয়া জিকে শামীম।। অভিযান চালিয়ে এদের হেফাজত থেকে র্যব বিপুল পরিমান নগদ অর্থ উদ্ধার করেছে। এরা রাজধানীর বিভিন্ন অভিজাত ক্লাবে ক্যাসিনোর ব্যবসা চালিয়ে আসছিল। এসমস্ত অবৈধ ব্যবসা ও চাদাবাজির টাকা বিদেশে পাচার করে আসছিল। এরা অবৈধ পন্থায় শতশত কোটি টাকার মালিক হয়েছে। গ্রেপ্তারকৃতদের পরিচয় এরা অপরাধী।
এই অভিযনে যারা ধরা পড়েছে তারা সকলেই হালে সরকার দলীয় লোক। কেবল মহামেডানের পরিচালক লোকমান হোসেন ও সেলিম প্রধান বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযনে যারা ধরা পড়েছে তারা সরকার দলীয় লোক হওয়ায় সরকার প্রধানের পদত্যগ দাবি করেছেন। অথচ তার দল যখন ক্ষমতায় ছিল তখন তারা এমন অপকর্মকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। যদি এমন ভাল কাজ করে সরকারের পদত্যগ করতে হয় তাহলে দেশে ভাল কাজের প্রবনতা কমে যাবে। তাই সকলের উচিৎ ভালকাজের সমর্থন করা।