হাগিবিসে লন্ডবন্ড জাপান, নিহত ৭৪
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
শক্তিশালী ঘূর্ণিঝড় হাগিবিসে বিধ্বস্ত জাপান। এর প্রভাবে এ পর্যন্ত নিহত ৭৪ জন। অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। বহু বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে। দেশ জুড়ে চলছে উদ্ধার তৎপড়তা। গত শনিবার স্থানীয় সময় সকালে এই ঝড় আঘাত হানে জাপান উপকুলে। এই সময় ২০/২৫ ফুট উচ্চতার জলোচ্ছাস সৃষ্টি হয়। এর প্রভাবে অনেক স্থানে ভূমি ধ্বস হয়। অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জাপানের সেনাবাহিনী ৪দিন ধরে উদ্ধারকাজ চালিয়ে আসছে। ক্ষয়ক্ষতির পরিমান ব্যপক বলে জাপানি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।
এই ঘূর্ণিঝড়টির আঘাতের মূল কেন্দ্র ছিল টুকিও ও এর সন্নিহীত এলাকাসমূহ। এর প্রভাবে অনেক স্থানে ৩ তলা বাড়ি পর্যন্ত পানিতে ডুবে যায়। ১৯৫৮ সালের পর এটি সর্বাধিক শক্তিশালী ঘূর্ণঝড় বলে রেকর্ড করা হয়েছে।