ক্রিকেটারদের আন্দোলন নিয়ে সাকিবের চাতুরতা
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
সাকিব আল হাসানকে চেনে না দেশে এমন মানুষ খুবই বিরল। ক্রিকেটের বদৌলতে দেশ ছাড়িয়ে তার খ্যতি এখন সারাবিশ্বে। অনেকবার তিনি ক্রিকেটের অলরাউন্ডারে বিশ্বসেরা হয়েছেন। এই সুবাদে তিনি ব্যবসা ও বিজ্ঞাপন মিলিয়ে শত কোটি টাকার মালিক। মিডিয়ার একটি অংশের সাথে তার রয়েছে ভাল সম্পর্ক। অনেকবার ধারাবাহিকভাবে বাজে খেললেও বিসিবি তাকে খেলার সুযোগ করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় তিনি আজ বিশ্বসেরা অলরাউন্ডার। তার এই অবস্থায় আসার পিছনে দেশও তাকে যারপরনায় সহযোগিতা করেছে।
সেই সাকিব আল হাসানকে প্রায়শঃই দেখা যায় টিমের সাথে অনুশীলনে যান না। তিনি কোচের গাইডেন্সও অনেক সময় মানেন না। মাঝে মধ্যই বিশ্রামের নামে তিনি গুরুত্বপূর্ণ সিরিজে খেলেন না। সম্প্রতি বিশ্বকাপে খেলার পরে শ্রীলংকা সফরে তিনি নিজেকে গুঁটিয়ে রাখেন। বিশ্রামের নামে তিনি আমেরিকা পাড়ি দেন। ফলে সাকিবের স্থানে অধিনায়কত্ব করতে হয় তামিম ইকবালকে। এই সফরে সব ফরমেটেই বাংলাদেশ শ্রীলংকার কাছে সূচনীয়ভাবে হারে।
সাকিব আল হাসান টি-২০ ও টেস্ট অধিনায়ক। এই দুই ফরমেটে তিনিই দলের মূল কান্ডারী। কিন্তু সাকিব আল হাসান শুধু নিজের জন্যই ভাবেন, দল নিয়ে তার ভাবনা খুবই কম। তার পারফরমেন্সে কখনোই মনে হয়না তিনি দলের জন্য খেলেন। অলরাউন্ডার হওয়ার সুবাদে তিনি বিসিবিকে খুব একটা পাত্তা দেননা বলেই মনে হয়। তার বিরুদ্ধে বিসিবির বিস্তর অভিযোগও আছে।
আসন্ন ভারত সফরের আগে তিনি হঠাৎ করেই ক্রিকেটারদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি সকল ধরনের খেলা বন্ধ রাখার ঘোষনা দেন। এর আগে তিনি এই বিষয়ে বিসিবিকে কিছুই জানাননি। বিসিবির কাছে কোন দাবি দাওয়াও আগে পেস করেননি। হঠাৎ করেই তিনি সাংবাদিক সম্মেলন করে ষাট জন ক্রিকেটারকে নিয়ে আন্দোলন শুরু করেন। বিচলিত হয়ে পড়ে বিসিবি, আন্দোলনরত ক্রিকেটারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কারো ফোনেই কথা বলতে পারে নি। বিসিবির পক্ষ থেকে আপ্রান চেষ্টা চালিয়ে আন্দোলনকারী ক্রিকেটারদের সাথে আলোচনা করে তাদের প্রায় সকল দাবিই মেনে নেওয়া হয়। সাথে সাথে তা বাস্তবায়নে কাজও শুরু হয়।
বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে ভারত সফরকে বাধাগ্রস্ত করার জন্যই সাকিব আল হাসান সুকৌশলে এই আন্দোলনের ডাক দিয়েছিলেন। সাকিব ভারত সফরে যেতে চাননা বলে বিসিবি সূত্রে জানা যায়। এরই মধ্য আরেকটি কান্ড করে বসেন সাকিব। বিসিবির নিয়ম-নীতি ভঙ্গ করে একটি মোবাইল কম্পানির সাথে চুক্তি করে বসেন। বিসিবি প্রধান এই বিষয়ে সাকিব আল হাসানকে কারন দর্শানোর নোটিস দিয়েছে। আবার গত দুইদিন সাকিব প্রস্তুতি ম্যাচও খেলতে যায়নি। ফলে ভারত সফরে সাকিবের ক্যাপ্টেন্সী নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। আবার এদিকে তামিম ইকবালও বিশ্রামে থাকার ঘোষনা দিয়েছেন। ফলে তামিমও যাচ্ছেন না ভারত সফরে। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের আকাশে এখন দুর্যোগের ঘনঘটা। আর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র।