ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ যার প্রভাবে সাগর এখন উত্তাল। আর জারি করা হয়েছে ঝড়ের সর্বোচ্চ মহাবিপদ সংকেত ‘১০’। দেশের উপকুলে বিকাল ৫টায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে বিপদের বিষয় হলো এই ঝড় উপকুলেরদিকে যতই এগিয়ে আসছে ততই এর গতি বেগ বেড়ে যাচ্ছে। বাংলাদেশের মোংলা ও পায়রা বন্দরে আঘাত করার সময় এর গতিবেগ ১৫০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। আরো বিপদের বিষয় হলো এই ঝড়টি যখন উপকুলে আঘাত হানবে তখন সাগরে জোয়ার চলবে। ফলে এর তীব্রতা আরো বেড়ে যাবে এবং স্বাভাবিক মাত্রার চেয়ে ৭/৮ ফুট বেশী উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিবে উপকুলে।
ঝড়টি পায়রা ও মোংলা বন্দর থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে রয়েছে। এটি উত্তর-পশ্চিমদিকে দ্রুত অগ্রসর হচ্ছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে ঝড়টির প্রভাবে।
উপকুলীয় জেলা সমূহের জানমাল রক্ষার জন্য সরকারের পক্ষ থেকে ব্যপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যই উপকূলবর্তী এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে। বাড়ি ঘর ছেড়ে অনিচ্ছুকদের আশ্রয় কেন্দ্রে নিতে পুলিশ মোতায়েন হয়েছে আক্রান্ত হবার সম্ভাব্য স্থান সমূহ থেকে। বিভিন্ন বেসরকারী সংস্থাও আটঘাট বেধে নেমে পড়েছে জানমালের ক্ষয়ক্ষতি থেকে বাচাতে।
ইতিমধ্য শনিবার ও সোমাবের জেএসসি ও জেডিসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের ছুটি বাতিল করা হয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডেরও আজকের ছুটি বাতিল করা হয়েছে। এই ঝড়ের প্রভাবে সারাদেশে গতকাল থেকেই হালকা বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে আরো কয়েকদিন বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস সূত্র থেকে জানানো হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানেও ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানবে। এদিকে এই ঝড় মোকাবেলার সমস্ত প্রস্তিতি নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।