ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে জন্ম নেওয়া মেয়েদের নাম রাখা হয়েছে বুলবুলি
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
ঘূর্ণিঝড় থেমে গেছে, কিন্তু করে গেছে কিছু ধ্বংস এবং সেই সাথে করেছে কিছু সৃষ্টিও। ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া এক নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ঘূর্ণিঝড় বুলবুলের সময় জন্ম নেওয়ায় মেয়েটির নাম রাখা হয়েছে বুলবুলি। মোংলা উপজেলার মিঠাখালী এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে শনিবার রাত ১টার সময় কন্যা সন্তানের জন্ম দেন মা হনুফা। মা ও শিশুর দেখভাল করছেন একজন প্রশিক্ষনপ্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শিকা।
মোংলার সহকারী কমিশনার(ভূমি) নয়ন কুমার রাজবংশী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদুল হাসান আশ্রয়কেন্দ্রে গিয়ে মা ও মেয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। হনুফা বেগম ও মেয়ে বুলবুলি দুজনেই সুস্থ্য আছেন। জেলা প্রশাসন থেকে প্রসূতিকে ২০ হাজার টাকা দেওয়া হবে জানানো হয়েছে।
অপরদিকে পটুয়াখালীর কলাপাড়ায় আরেকটি শিশুর জন্ম হয়েছে ঘূর্ণিঝড় বুলবুলির সময়। তাই তার নামও রাখা হয়েছে বুলবুলি। তবে এই মেয়েটি জন্ম নিয়েছে শনিবার দুপুরে। মা ও মেয়ে দুজনেই সুস্থ্য আছেন বলে জানা গেছে।