কসবায় দুই ট্রেনের মুখামুখি সংঘর্ষে হত ১৬, আহত অর্ধশতাধিক
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
ব্রাহ্মনবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের মুখামুখি সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত ও অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত তিনটার সময় ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও আন্তঃনগর তূর্ণা নিশীথার মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে। এর ফলে ঢাকা ও সিলেটের সাথে চট্রগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনায় তূর্না নিশিতার বেশ কয়েকটি বগি উদয়ন এক্সপ্রেসের ওপরে উঠে যায়। এই সময় তূর্না নিশিতা চট্রগ্রাম হইতে ঢাকারদিকে এবং উদয়ন এক্সপ্রেস সিলেট হতে চট্রগ্রামেরদিকে যাচ্ছিল। স্থানীয় ও স্টেশন মাস্টার সূত্রে জানা যায় তুর্না নিশিতার ড্রাইভার সিগনাল অমান্য করায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশকে সাথে নিয়ে স্টেশন কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া, কসবা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠান হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। পরে আখাওড়া থেকে রিলিফ ট্রেন এসে ক্ষতিগ্রস্ত ট্রেন দুটিকে উদ্ধারে কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন দুটির ক্ষতিগ্রস্ত বগি দুটিকে উদ্ধার করে রেল লাইন মেরামতের কাজ চলছে।