বড় সংগ্রহেরদিকে এগিয়ে যাচ্ছে ভারত, ২৩৬/৪

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

অবশেষে তাইজুল ইসলাম রাহানিকে ফিরান। কিন্তু তার আগে রাহানি ৬৯ বলে ৫১ রান করেন। ইডেন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে অল আউট হলে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে আসে ইংল্যান্ড। গতকাল তারা ৩ উইকেট হারিয়ে ১৭৪ রান করে। ২য় দিনে এসে ১ম দিনের অপরাজিত জুটি বিরাট ও রাহানি আগের দিনের স্কোরকে ২৩৬ রানে রূপদান করেন। আর এই সময়ে ৪র্থ উইকেটের পতন ঘটে। তাইজুলের বলে ইবাদত হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন রাহানি। অপরদিকে বিরাট কোহলি টেস্টে তার ২৭তম সেন্সুরি পূর্ণ করেন ১৫৯ বলে।

বিরাট আর জাদেজার জুটি রানের চাকা সচল রেখে এগিয়ে যাচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিরাট কোহলী ১৬৩ বলে ১০৩ রান আর জাদেজা ২৫ বলে ৯ রান করে ব্যাট করছেন। বাংলাদেশের পক্ষে ইবাদত হোসেন ২টি এবং আলামিন ও তাইজুল একটি করে উইকেট লাভ করেন। এর আগে গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মূখমন্ত্রী মমতা ব্যানার্জী ইডেনে গোলাপি বলে দিবা রাত্রীর টেস্ট উদ্ভোধন করেন।

স্কোরঃ বাংলাদেশ প্রথম ইনিংসঃ ১০৬ অল আউট

ভারত প্রথম ইনিংসঃ ২৭৬/৪( চলছে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *