চাঁদপুরে বিদ্যুৎ সঞ্চালন মেইন লাইনের তার ভিতরে রেখেই বাড়ি নির্মাণ
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
চাঁদপুর পৌরসভায় বিদ্যুৎ সঞ্চালন লাইন রুমের ভিতরে রেখেই বাড়ি নির্মাণ করেছেন সৌদি প্রবাসী এক ব্যক্তি। এতে যে কোন সময় দুর্ঘটনার আশংস্কা করছেন সেখানকার এলাকাবাসী। সৌদি প্রবাসী আলাউদ্দিন ঠিকাদার দিয়ে পৌরসভায় ৩ তলা এই বাড়িটি নির্মাণ করেন। ৪০০ ভোল্টের বিদ্যুতের খোলা তার বাড়ির দুতলায় একটি রুমের ভিতর রেখেই ৩ তলা বাড়িটি নির্মাণ করা হয়।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, নকশা না মেনে অবৈধভাবে বাড়িটি নির্মাণ করা হয়েছে। বাড়িটির অবৈধ অংশ ভেঙ্গে ফেলা হবে। এদিকে চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগের কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে উক্ত বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। পৌরসভা ও বিদ্যুৎ অফিসকে ফাঁকি দিয়ে কিংবা তাদের জ্ঞাতসারেই কিভাবে বিদ্যুতের তার ভিতরে রেখেই এই বাড়ি নির্মাণ হল তা নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।