বিএনপির যুগ্ন-মহাসচিব খাইরুল কবির খোকন গ্রেপ্তার

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

হাইকোর্টের সামনে থেকে বিএনপির যুগ্ন-মহাসচিব ও ঢাকসুর সাবেক জিএস খাইরুল কবির খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুপ্রিম কোর্টে খালেদা জিয়ার জামিনের শুনানী প্রত্যক্ষ করতে সকাল ১০টায় হাইকোর্টের সামনে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সম্ভবত তাকে মঙ্গলবার হাইকোর্টের সামনে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ভাংচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

মঙ্গলবার মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের প্রেসক্লাবের আলোচনা সভা থেকে একটি মিছিল পুলিশের বেরিকেড ভেঙ্গে হাইকোর্টের সামনে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে হাইকোর্ট ও তার সন্নিহীত রাস্তাগুলিতে আটকা পড়ে শত শত গাড়ী। যানবাহন ও জনসাধারনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় পুলিশ সেখানে অবস্থানকারীদের সরিয়ে দিতে গেলে উভয় পক্ষে ধাওয়া পাল্টা শুরু হয়। এই সময় প্রজন্ম দলের নেতাকর্মীরা বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে। পরে ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০০ জনকে আসামী করে সাহবাগ থানায় পুলিশ একটি মামলা দায়ের করে। এই মামলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে গত মঙ্গলবার রাতে আমেরিকা যাবার প্রাককালে শাহজালাল বিমান বন্দর থেকে গ্রেপ্তার করে। উল্লেখ্য এই মামলায় খোকনের নাম নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই মামলা্য় আসামী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *