এসএ গেমসের ক্রিকেটে শ্রীলংকাকে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশের মেয়েরা
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
সাউথ এশিয়ান গেমসের ক্রিকেট ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশের মেয়েরা। পোখারায় রোববার শ্বাসরুদ্ধকর ফাইনালে বাংলাদেশ জিতেছে ২ রানে। টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা ২০ ওভারে মাত্র ৯১ রান সংগ্রহ করে। অত্যান্ত বাজে খেলে বাংলাদেশের মেয়েরা নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে। এক পর্যায়ে বাংলাদেশের স্কোর ছিল ৩৬/১ (ওভার ৬)। কিন্তু সপ্তম ওভারে শূন্য রানে বাংলাদেশের ৪ উইকেটের পতন ঘটে।
লংকানরা জয়ের জন্য সহজ টার্গেট পায়। বাংলাদেশের মেয়েরা শুরুতেই আঁটসাঁট বল করতে থাকে। ফলে চাপে পড়ে পাওয়ার প্লেয়ের ৬ ওভারে তারা ৩ উইকেট হারিয়ে মাত্র ১৫ রান করে। শেষ ওভারে শ্রীলংকার জয়ের জন্য রান দরকার ছিল ৭। কিন্তু তারা ৫ রান করতে সক্ষম হয়। ফলে ২ রানের জয় দিয়ে স্বর্ণ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ। তবে এটি ছিল শ্রীলংকার অনোর্ধ -২৩ দল।