আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে কি না তা জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
রবিবার দুপুরে হাইকোর্টে বেগম খালেদা জিয়ার জামিনের শুনানী অনুষ্ঠিত হয়। শুনানী শেষে হাইকোর্ট জানতে চেয়েছে ইতিপূর্বে আপিল বিভাগের দেওয়া নির্দেশনা অনুযায়ী উন্নত চিকিৎসা নিতে খালেদা জিয়া সম্মতি দিয়েছেন কি না, দিয়ে থাকলে তার চিকিৎসা শুরু হয়েছে কি না, শুরু হয়ে থাকলে সর্বশেষ কী অবস্থা- তা আগামী বুধবার বিকাল ৫টার মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে আদালতকে জানাতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দিয়েছে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কেএম জহিরুল হকের সন্ময়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ।
এর আগে বেগম জিয়ার শারীরিক অবস্থা জানতে ও জামিনের জন্য হাইকোর্টের উক্ত বেঞ্চে দুটি আবেদন করা হয়। আজ শুনানী শেষে বিচারকদ্বয় উপরোক্ত আদেশ দেন। আগামী বৃহস্পতিবার দুটি আবেদনের আদেশের দিন ধার্য করেছে উক্ত আদালত।