মহা মন্দার হাত থেকে দেশকে বাঁচাতে হলে কৃষির ওপরই নির্ভর করতে হবে
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
সারাবিশ্বে ছড়িয়ে গেছে করোনা ভাইরাস। ১৯৯ দেশ ও অঞ্চল এই ভাইরাসের কবলে মহামারি আকার ধারন করেছে। আর সেই সাথে শুরু হয়েছে মহা মন্দাও। সারাবিশ্ব অচল হয়ে গেছে করোনা ভাইরাসে প্রাদুর্ভাবের কারনে। দেশে দেশে চলছে কারফিউ কিংবা লকডাউন। সরকারী-বেসরকারী ব্যবসা বানিজ্য প্রায় সব দেশেই বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে বাংলাদেশেও রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে, রেমিটেন্স যোদ্ধারাও তেমন কোন ভুমিকা রাখতে পারছে না। সামনেও তারা ভুমিকা রাখতে পারবে বলে মনে হয় না। ফলে অতীতের মত কৃষির ওপরই আমাদের নির্ভর করতে হবে। যেহেতু বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, তাই খাদ্যে উৎপাদনে কৃষক ভাইদের আরও বেশী মনোনিবেশ করতে হবে। খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে। আর কৃষক ভাইদের সাহায্যার্থে সরকারকে এগিয়ে আসতে হবে, প্রনোদনা দিতে হবে যত বেশী সম্ভব। দেশের এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না। তবেই দেশের মানুষ আসছে মহা মন্দা থেকে বেঁচে যাবে। আর বাকিটা আল্লাহ তালার ওপর নির্ভর করবে।
আর বিলম্ব না করে কৃষক ভাইদের এখনই ঝাপিয়ে পড়তে হবে কৃষি কাজে। ধান উৎপাদন বাড়াতে হবে ব্যপকভাবে পাশপাশি দেশের চাহিদা অনুযায়ী শাকসবজি, পিয়াজ, রসুন, আদা উৎপাদন করতে হবে। আর তাতে এই দেশের ১৮ কোটি মানুষের খাদ্যের অভাব পুরন হবে। অন্য দেশের ওপর ভরসা করলে আর চলবে না। নিজেদের খাদ্য নিজেরাই ফলাতে হবে।