করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রনোদনাসহ নানা প্যাকেজ ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী
গনভবনে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিতে আপদকালীন নানা ধরনের প্রনোদনা ঘোষনা করেছেন। করোনা ভাইরাসের কারনে ক্ষতি পুষিয়ে নিতে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক প্রনোদনা ঘোষনা। ৩০ হাজার কোটি টাকার শিল্প ঋন দেওয়া হবে ৪.৫% সুদে। এসএমই খাতে ২০ হাজার কোটি টাকা ঋন দেওয়া হবে ৪% সুদে। সারা দেশে পিছিয়ে পড়া জনগোষ্টীর মাঝে ১০ টাকা কেজি ধরে চাল দেওয়া হবে। লক্ষভ্রষ্ট জনগনের মধ্য নগদ অর্থ বিতরন করা হবে। সরকারী খরচে বিদেশ ভ্রমন নিরুৎসাহিত করা হবে। ইডিএফ ফান্ডের সুদের হার করা হয়েছে ২%। প্রবৃদ্ধি ৮ শতাংশের কাছাকাছিই থাকবে।