রাজধানীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ২টা পর্যন্ত খোলা থাকবে

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

রাজধানীর অলিগলির নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। সুপারমল ও কাঁচা বাজার খোলা থাকবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। ঔষদের দোকানের ওপর এই বিধিনিষেধ আরোপ হবে না। এই নিয়ম সবাইকে মানতে হবে। আর কেউ নিয়ম ভঙ্গ করে দোকান খোলা রাখলে বন্ধ রাখতে বাধ্য করা হবে। আজ মহানগর পুলিশের পক্ষ থেকে এমনটিই জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান। তবে কাঁচা বাজার বলতে স্বীকৃত কাঁচা বাজারগুলিকেই বুঝানো হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমনের পরিপ্রেক্ষিতে ২৬শে মার্চ থেকে সারাদেশে সাধারন ছুটি চলছে। সরকার, বিভিন্ন সংস্থা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যক্তিবর্গ করোনা ভাইরাসের প্রকোপ থেকে নিজে বাঁচতে ও অপরকে বাঁচাতে নানা ধরনের পরামর্শ ও চলাচলে বিধি নিষেধ আরোপ করেছে। সারা দেশেই বিপুল সংখ্যক মানুষকে এই বিধি নিষেধ মানছেন না বলে দেখা যায়।