ফাঁসির মঞ্চ ও জল্লাদ প্রস্তুত, যে কোন সময় মাজেদের ফাঁসি কার্যকর
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
বঙ্গবন্ধুর আত্নস্বীকৃত খুনি ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মাজেদের সাথে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার পরিবারের ৫ সদস্য। আজ কারা কর্তৃপক্ষের ফোন পেয়ে পরিবারের সদস্যরা তার সাথে সন্ধ্যায় দেখা করতে যান। ৫ সদস্যের এই দলে ছিলেন মাজেদের স্ত্রী, চাচা শ্বশুর ও শ্যালকসহ আরও ২ জন। বিকাল ৫টা ১৮ মিঃ তারা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে কারাগার থেকে বের হয়ে যান তারা। সম্ভবত এটিই মাজেদের সাথে তাদের শেষ দেখা।
ফাঁসির মঞ্চ তৈরীও ইতিমধ্য সম্পূর্ন হয়েছে বলে কারা সূত্র থেকে জানা যায়। এদিকে ফাঁসি কার্যকরের জন্য ১০ সদস্যের একটি জল্লাদের দল প্রস্তুত রেখেছে কারা কর্তৃপক্ষ। জল্লাদ দলে রয়েছেন শাজাহান, আবুল, তরিকুল, সোহেলসহ ১০ জন। তবে ঠিক কখন তার ফাঁসি হবে তা এখনো যানা যায়নি। তবে প্রস্তুতি দেখে মনে হচ্ছে শনিবারই মাজেদের ফাঁসির রায় কার্যকর হতে পারে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে ক্যাপ্টেন (বরখাস্তকৃত) আব্দুল মাজেদসহ সেনাবাহিনীর একদল পথভ্রষ্ট সদস্য। দীর্ঘদিন মাজেদ ভারতসহ বিভিন্ন দেশে আত্নগোপনে ছিলেন ফাঁসির দন্ড মাথায় নিয়ে। অবশেষে ৬ই এপ্রিল ভোরে মাজেদকে মিরপুরের সাড়ে ১১ নাম্বার থেকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট। এই মাজেদ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর নিজেই বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে দম্ভ করে এই হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।