বঙ্গবন্ধুর আত্নস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্তকৃত) আব্দুল মাজেদের মৃত্যুদন্ড কার্যকর
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
জাতির জনক বঙ্গবন্ধুর আত্নস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্তকৃত) আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ১মিঃ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। মাজেদের স্ত্রীসহ পরিবারের ৫ সদস্য কেন্দ্রীয় কারাগারে এসেছেন তার লাশ গ্রহন করার জন্য। তারা একটি সাদা প্রাইভেটকার যোগে ফাঁসির ঠিক কয়েক মিনিট পরেই কারাগারে এসে পৌছান। তবে এই ফাঁসির বিষয়ে তারা কোন মন্তব্য করেননি কিংবা সাংবাদিকদের কেহই তাদের কাছে পৌছাতে পারেননি আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেষ্টনির কারনে। আর গাড়ির ভিতর স্বজনদের ভাবলেশহীনভাবে বসে থাকতে দেখা গেছে। তবে পরিবারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল তাকে তার জন্মস্থান ভোলায় দাফন করা হবে। তবে ভোলার এমপি নুরুন্নবী শাওন ভোলায় খুনি মাজেদের লাশ দাফন করতে দিবেন না বলে ইতিমধ্যই জানিয়েছেন। কোথায় তার লাশ আসলে দাফন করা হবে তা এখনো জানা যায়নি।
বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা মিশনে সরাসরি অংশ গ্রহন করেছেন এই মাজেদ। এই হত্যাকান্ডের সময় বঙ্গবন্ধুর কনিষ্টপুত্র শেখ রাসেল( ৮ ) মাজেদকে বলেন, ‘ আমি মার কাছে যাব।’ তখন মাজেদ বলেন ‘আই তোকে মার কাছে নিয়ে যায়’-এই বলেই রাসেলকে গুলি করে হত্যা করেন মাজেদ। পরবর্তী সময়ে মাজেদ নিজেই এই হত্যাকান্ডের কথা বিভিন্ন সভাসমাবেশ ও মিডিয়ায় তার জড়িত থাকার কথা দম্ভভরে স্বীকার করেন। পরবর্তী সময়ে বিভিন্ন চড়াই উৎরাই পাড় হয়ে এই খুনিদের বিচার কার্য সম্পূর্ণ হয়। দীর্ঘ ২৩বছর মাজেদ ভারতে আত্নগোপন করে ছিল। অবশেষে তিনি ১৬ই মার্চ গোপনে ঢাকায় ফিরে আসেন ও ৬ই এপ্রিল ভোরে সিসিটিএন ইউনিট তাকে মিরপুরের সাড়ে ১১ নাম্বার থেকে গ্রেপ্তার করে। মাজেদের এই ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে জাতি কলঙ্ক মুক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেল।
আব্দুল মাজেদের ফাঁসি কার্করের সময় ঢাকার ডিসি, পুলিশ সুপার ও প্রধান কারা কর্মকর্তা উপস্থিত ছিলেন।