নরসিংদীতে নতুন করে আরও ২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯২ জনে। ৯৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে ২৭ জনকে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্য ৩ জন ডাক্তারও আছেন। নতুন আক্রান্তদের মধ্য ১২ জন নরসিংদী সদরের, ২ জন রায়পুরার, ৯ জন বেলাব ও ৪ জন শিবপুরের রয়েছে। নতুন আক্রান্তদের মধ্য ১০ জন মহিলা ও ১৭ জন পুরুষ। সিভিল সার্জন অফিস, নরসিংদী থেকে পাওয়া তথ্য অনুযায়ী নিন্মে উপজেলা ভিত্তিক মোট আক্রান্তের সংখ্যা দেওয়া হল।

নরসিংদী সদরঃ ৪৮ জন

রায়পুরাঃ ১৩

মনোহরদীঃ ৫ জন

শিবপুরঃ ১২ জন

পলাশঃ ৩ জন

বেলাবঃ ১১ জন

এদিকে নরসিংদীতে শনাক্ত প্রথম করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে সুস্থ্য হওয়ায় আজ ছাড়পত্র প্রদান করা হয়েছে। পলাশের ডাঙ্গার এই ব্যক্তি আজ পলাশ স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে বাসায় চলে গেছে। সদর উপজেলারও একজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। এদিকে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদেরও কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে। নরসিংদীতে লকডাউন আরও কড়াকড়ি করা হয়েছে। আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলার বিভিন্ন স্থানে টহল দিয়ে জনগনকে অযথা বাইরে যেতে বারন করে যাচ্ছে। অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষনা করা হয়েছে। এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়ত ও সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঘরের বাইরে না যাবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ অমান্য করে উপযুক্ত কারন ছাড়া কেহ বাইরে ঘুরাঘুরি করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।