মহামারীর মধ্যও উদীয়মান অর্থনীতির দেশগুলির মধ্য বাংলাদেশের অবস্থান ৯ম
দ্য ইকোনোমিস্ট পত্রিকার দৃষ্টিতে করোনা ভাইরাসের কারনে বিশ্বে মহামারীর মধ্যেও উদীয়মান অর্থনীতির দেশগুলির মধ্য বাংলাদেশের অবস্থান ৬৬ দেশের মধ্য ৯ম বলে মতামত দিয়েছে। পত্রিকাটি উদীয়মান দেশগুলির পাবলিক ডেট, ফরেন ডেট, কস্ট অফ বোরোয়িং এবং রিজার্ভ মানি-এই চারটি বিয়য়ের ওপর ভিত্তি করে এই মতামত দিয়েছে। এতে দেখা যায় বাংলাদেশের পিছনে অবস্থান করছে দক্ষিন এশিয়ার দেশ ভারত ও পাকিস্তান। তালিকায় ভারতের অবস্থান ১৮তম ও পাকিস্তানের অবস্থান ৪৩ম দেখানো হয়েছে। বাংলাদেশের পরেই ১০ম স্থানে রয়েছে চীন। তালিকায় ১ নম্বরে রয়েছে বতসোয়ানা। নীচে তালিকাটি দেওয়া হল।
মতামতে বলা হয়েছে এই মহামারীর মধ্যেও বাংলাদেশ চলমান অর্থনীতিকে সুরক্ষিত করতে সক্ষম হবে। উল্লেখ্য লন্ডন ভিত্তিক দ্য ইকোনোমিস্ট পত্রিকাটি বরাবরই অর্থনীতির বিভিন্ন ফোরকাস্ট নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। সারাবিশ্বই এই পত্রিকাটির জরিপকে স্বীকৃতি দেয়। এই মহামারীর মধ্যও বাংলাদেশের জন্য এটি একটি আশা জাগানিয়া খবর। পত্রিকাটির ২মের প্রকাশিত সংখ্যায় এই খবরটি প্রকাশ করা হয়েছে।