জুন থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আবিস্কৃত ভেকসিন বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ব্যবহার হবে
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাস নিরাময়ের জন্য যে ভেকসিন আবিস্কার করেছে তা দেশে জুন মাস থেকে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসনের ডিজি মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান। ভেকসিনটি ইতিমধ্য মানব দেহে প্রয়োগ করে কাংঙ্খিত ফলাফল পেয়েছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। এই ভেকসিনটি ছাড়াও আরও একটি ভেকসিন চায়না থেকে আমদানী করতে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন।
অপরদিকে ইব্যুলায় ব্যবহৃত ঔষধ রেমডিসিভির ২০শে মে থেকে দেশে পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। যা চিকিৎসকের পরামর্শক্রমে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্যও ব্যবহার করা যাবে। ইতি মধ্য এই ঔষধটি বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্যও ব্যবহার করে সুফল পাওয়া গেছে। দেশের ৮টি ঔষধ প্রস্তুত কারক প্রতিষ্ঠানকে এই ঔষধটি উৎপাদনের জন্য ইতিমধ্য অনুমতি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।