নরসিংদীতে আরও ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত
নরসিংদীতে আরও ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৩৪ জনে দাঁড়িয়েছে। ১০ই মে ৬৮টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। আজ তার ফলাফলে ৯ জনকে আক্রান্ত পাওয়া যায়। নমুনাগুলি সংগ্রহ করা হয়েছিল সদর থানা, মাধবদী ও পাচদোনা এলাকা থেকে। এই ৯ জনের মধ্য আবার ১ জন আজ সকালে মৃত্যুবরন করেছে। এই নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ জনে। নরসিংদী সিভিল সার্জন অফিস সুত্র থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। নীচে থানা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দেওয়া হল।
সদর থানাঃ ১৪২ জন
রায়পুরা থানাঃ ২৭ জন
পলাশ থানাঃ ১৭ জন
বেলাবো থানাঃ ২৫ জন
শিবপুর থানাঃ ১৮ জন
মনোহরদী থানাঃ ৫ জন