উপকুলে ব্যপক তান্ডব চালিয়ে আমপান অগ্রসর হচ্ছে স্থলভাগের দিকে
সন্ধ্যায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবন উপকুল দিয়ে প্রবেশ করেছে সুপার সাইক্লোন আমপান। এর কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গে এবং এর বেশীরভাগ অংশই পশ্চিমবঙ্গ উপকুলে তান্ডব চালিয়ে অগ্রসর হচ্ছে উত্তরদিকে। এই রাজ্যে ঝড়ের আঘাতে শত শত গাছপালা ও বাড়িঘর ভেঙ্গে পড়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ৩ জন মৃত্যুর খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা। মোংলা উপকুলে এর প্রভাবে ৭ থেকে ৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। এবং এই জলোচ্ছ্বাস ১২/১৩ পর্যন্ত বৃদ্ধি পাবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আমপানের ব্যাস প্রায় ৪০০ কিলোমিটার এবং এর বেশীর ভাগ অংশই পশ্চিমভঙ্গের ওপর দিয়ে চলে যাবে। এর ফলে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমান কম হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
সুন্দরবন, সাতক্ষীরা ও খুলনা দিয়ে এই ঝড় বাংলাদেশে প্রবেশ করে আবার কলকাতারদিকে সরে যাবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। উপকুলে্র পশ্চিমবঙ্গের অংশে প্রবেশের সময় এর গতিবেগ ছিল ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। বাংলাদেশের সুন্দরবন উপকুলে এই ঝড় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার গতিতে আঘাত আনে। আর কয়েক ঘন্টার মধ্য এই ঝড় বাংলাদেশ অংশ থেকে ভারতের পশ্চিমভঙ্গে সরে যাবে। এই ঝড়ের প্রভাবে খুলনা, সুন্দরবন ও সাতক্ষীরা এলাকার ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।