ধেয়ে আসছে ঘুর্নিঝড় আমপান

অতি প্রবল সাইক্লোন বা ঘূর্ণিঝড় আমপান ধেয়ে আসছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকুলেরদিকে। আজ সন্ধ্যায় এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকুলে প্রচন্ড গতিতে আঘাত আনবে বলে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিস সূত্র থেকে জানা গেছে। আজ দুপুর ১২টায় ঘূর্ণিঝড় আমপান মোংলা সমূদ্র বন্দর থেকে ২৭০ কিলোমিটার, পায়রা সমূদ্র বন্দর থেকে ২৯০ কিলোমিটার, কক্সবাজার সমূদ্র বন্দর থেকে ৪৭০ কিলোমিটার ও চট্রগ্রাম সমূদ্র বন্দর থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে অবস্থান করছিল। এটির কেন্দ্রের বেশীর ভাগ অংশ বাংলাদেশ উপকুলেরদিকে রয়েছে। আমপানের প্রভাবে উপকুলে ১০ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বা্স দেখা দিবে বলে আবহাওয়াবিদরা জানিয়ছেন। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্য বাতাসের সর্বোচ্চ গতবেগ ২০০ থেকে ২২০ কিলোমিটারের মধ্য উঠানামা করছে। এটির আঘাতে উপকুলীয় এলাকায় ব্যপক ক্ষয়ক্ষতির আশংস্কা করা হচ্ছে।

মোংলা ও পায়রা সমূদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অপরদিকে চট্রগ্রাম ও কক্সবাজার সমূদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমপানের প্রভাবে দেশের নদী সমূহের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। উপকুল এলাকার মানুষজনকে নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়েছে। ইতিমধ্য প্রায় সড়ে ১৮ লক্ষ মানুষ ১৩২৪১টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক ঘূর্ণিঝড়ের খবরাখবর রাখছেন।