আম্পানের তান্ডবে ২৫ জন নিহত

সুপার সাইক্লোন আম্পানের তান্ডবে লন্ডভন্ড হয়েছে দক্ষিনপশ্চিম বঙ্গ। এর তান্ডবে ৯ জেলায় ২৫ জন মৃত্যুবরন করেছে গাছ চাপায় কিংবা ঘরের নীচে চাপা পড়ে। উপকুল থেকে অনেক দূরে হলে যশোরে এই ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল পরিমানে। শুধু যশোরেই মৃত্যুবরন করেছে ১২ জন নারীপুরুষ। শতশত বাড়িঘর ভেঙ্গে গেছে এখানে। সাতক্ষীরা, খুলনা ও মোংলায় বাঁধ ভেঙ্গে নিন্মাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রানমন্ত্রী জানিয়েছেন ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১১শ কোটি টাকা। ঝড়ের কারনে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মোবাইল সংযোগ বিচ্ছিন্ন রয়েছে দক্ষিনপশ্চিম বঙ্গের বিভিন্ন স্থানে।

এদিকে আজ থেকেই ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্য ত্রান বিতরন শুরু করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই ব্যপারে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। আম্পানের তান্ডবে পশিমবঙ্গে ৭২ জনের প্রানহানির খবর দিয়েছে ভারতের বিভিন্ন পত্রিকা। শুধু কলিকাতায় ঝড়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান সরজমিনে দেখে যেতে মমতা ব্যানার্‌জী প্রধানমন্ত্রী নরেন্দ্র মুদিকে আহবান জানিয়েছেন।