নরসিংদী জেলায় আবারও ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত
জেলার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬০ জনে। ১৮ই মে সংগৃহীত ও ১৯শে মে ঢাকায় পাঠানো ৯০টি নমুনার মধ্য ৭টি পজেটিভ এসেছে। এই ৭ জনের মধ্য ৩ জন সদর উপজেলার ও ৪ জন রায়পুরার। এর আগে ১৭ই মে সংগৃহীত ও ১৮ই মে ঢাকায় পাঠানো ৭৩টি নমুনার ফলাফলে ২০ জনের পজেটিভ এসেছিল। তবে এই ২০ জনের মধ্য ২ জন পুরাতন রোগী থাকায় মোট আক্রান্তের সংখ্যায় ২ জন কমে ৩৫৩ জন হবে। এর সাথে আজকের ৭ জন শনাক্তের সংখ্যা যোগ করলে মোট সংখ্যা দাঁড়ায় ১৬০ জনে। তবে পুরাতন রোগী ২ জন কোন উপজেলার তা জানানো হয়নি। ফলে এই মুহূর্তে উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা বলা যাচ্ছে না।