দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ২৫৪৫ জন
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৫৪৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৭১৫৩ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৪০ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৬৫০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৪০৬ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৯৭৮১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে রবিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় ১২২২৯টি নমুনা সংগ্রহ করে ১১৮৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এ পর্যন্ত ৩০৮৯৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাজধানীসহ দেশের ৫২টি টেস্ট সেন্টারে এই পরীক্ষা সম্পর্ন হয়। গত ২৪ ঘণ্টায় যে ৪০ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ৩৩ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছে। এর মধ্য ঢাকা বিভাগে ২৮ জন, চট্রগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ২ জন ও রংপুর বিভাগে ১ জন রয়েছে।