নরসিংদী জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৯৬৬ জন
জেলায় আরও ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৬৬ জনে। ইনফ্লুয়েঞ্জা সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডি আরবিতে ০৭ তারিখে পাঠানো ১৯ টি নমুনার মধ্যে ০৫ টি পজিটিভ এসেচ্ছে। সবগুলো সদর উপজেলার। ইনফ্লুয়েঞ্জা সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডি আরবিতে ১০ই জুন পাঠানো ১১ টি নমুনার মধ্যে ০৫ টি পজিটিভ এসেছে। এর সবকটি সদর উপজেলার। ৬ই জুন তারিখে সংগ্রহকৃত ও ৭ই জুন ঢাকায় পাঠানো ১০০টি নমুনার মধ্য ৫৬টির ফলাফলে ১১টি পজেটিভ এসেছে। ৪৪টির ফলাফল এখনো পাওয়া যায়নি। এই ১১টি নমুনার সবকটিই সদর উপজেলার। এই নিয়ে সদর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৭৪ জন। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-
সদর উপজেলাঃ ৬৭৪ জন
রায়পুরা উপজেলাঃ ৬৪ জন
শিবপুর উপজেলাঃ ৬৬ জন
পলাশ উপজেলাঃ ৮০ জন
মনোহরদী উপজেলাঃ ২৮ জন
বেলাব উপজেলাঃ ৫৪ জন
জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৫জন। তার মধ্য ৯ জন সদর উপজেলার, ২ জন রায়পুরা উপজেলার, ১ পলাশ উপজেলার, ১ জন মনোহরদী উপজেলার ও ২ জন বেলাব উপজেলার।