কারাফটকে শেষবারের মত মায়ের মুখ দেখলেন নরসিংদীর বহুল আলোচিত পাপিয়া

কাশিমপুর কারাগারের ফটকে পাপিয়া তার মৃত মায়ের মুখ শেষবারের মত দেখলেন। সোমবার রাত ১০টায় পাপিয়ার বোন ও বোন জামাই লাশবাহী অ্যাম্বোলেন্সে করে কারাগার ফটকে লাশ নিয়ে গেলে কারা কর্তৃপক্ষ পাপিয়াকে লাশ দেখান। এই সময় পাপিয়া কান্নায় ভেঙ্গে পড়েন। কারাফটকে লাশ প্রায় ২০ মিনিটের মত ছিল।

পাপিয়ার বাড়ি নরসিংদী শহরে এবং তিনি নরসিংদী জেলা যুবমহিলালীগের সাধারন সম্পাদক ছিলেন। তার স্বামীর নাম সুমন চৌধুরী। অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ সম্পদ, যৌন ব্যবসাসহ বিভিন্ন মামলায় পাপিয়া দম্পতি এখন জেলে আছেন। এর মধ্য অবৈধ অস্ত্রের একটি মামলার রায় ১২ই অক্টোবর দেওয়ার জন্য দিন ধার্য রয়েছে। ঢাকার ওয়েস্টিন হোটেলে বিলাসবহুল প্রেসিডেন্ট স্যুট ভাড়া নিয়ে পাপিয়া দম্পতি দীর্ঘদিন যৌন ব্যবসা চালিয়ে আসছিলেন।