দেশের সমূদ্র বন্দর সমূহে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত
মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের সমূদ্র বন্দরসমূহ ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে। আর সেই কারনে চট্রগ্রাম, কক্সবাজার, মঙ্গলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে ০৩( তিন) পুনঃ ০৩(তিন) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরন না করতে বলা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার জন্য এই পূর্ভাবাস প্রদান করা হয়েছে। আবহাওয়া পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মোঃ শাহিনুল ইসলাম এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন।