তুরস্কে ভূমিকম্পের ৯০ ঘন্টা পর ৪ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার
একটি বাথরুমের ভিতর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির চিৎকার শুনে অবস্থান সনাক্ত করে তাকে জীবিত উদ্ধার করা হয়। মঙ্গলবার স্থানীয় মেয়র জানান, ভূমিকম্পের প্রায় চার দিন পর ধ্বংসস্তূপ থেকে আইদা নামের শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে উদ্ধারকারীরা।
এর আগে সোমবারও ধ্বংশস্তূপের ভিতর থেকে ১ শিশুসহ ২ জনকে উদ্ধার করা হয়। এখনও উদ্ধার অভিযান অব্যহত আছে। ধারনা করা হচ্ছে ধ্বংশস্তূপের মধ্য এখনো অনেকে থাকতে পারে। ভূমিকম্পের পর থেকে এখনো অনেকে নিখুজ রয়েছে।
গত সপ্তাহে ঘটে যাওয়া ৭ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রান হারিয়েছে ১০২ জন ও আহত হয়েছে প্রায় আড়াই হাজার।