বাংলাদেশ সফরে দলে নেই হোল্ডার, কিরন পোলার্ডসহ আরও অনেকে

তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট ক্রিকেট খেলার জন্য ১০ই জানুয়ারী বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিস ক্রিকেট দল। তবে দলে নেই হেভিওয়েট অনেক খেলোয়ারই। জেসন হোল্ডারসহ আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার মহামারীর কারনে বাংলাদেশ সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। হোল্ডার ছাড়া যে ৯জন ক্রিকেটার করোনা সংক্রমণের ভয়ে বাংলাদেশ সফর থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেদের তাঁরা হলেন কিরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামারহ ব্রুক্স, রস্টন চেজ, শেল্ডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমেয়র এবং নিকোলাস পুরান। এছাড়াও ব্যক্তিগত কারণে দলে নেই ফ্যাবিয়ান অ্যালেন এবং শেন ডাউরিক। এমনটাই জানিয়েছে ওয়েস্ট ইন্ডিস ক্রিকেট বোর্ড।

দলে হোল্ডার না থাকায় টেস্টে অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন ক্যারিবিয়ান ওপেনার ক্রেগ ব্রেথওয়েট এবং ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন জেসন মহম্মদ। ২০শে জানুয়ারি একদিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সফর। শেষ টেস্ট শুরু ১১ ফেব্রুয়ারি। ৩টি একদিনের ম্যাচ এবং ২টি টেস্টের এই সিরিজগুলো ঢাকা এবং চট্টগ্রামের স্টেডিয়ামেই হবে। সূত্রঃ আনন্দ বাজার পত্রিকা।