বঙ্গবন্ধুর খুনি মোসলেম উদ্দিনসহ নরসিংদীর ৩ মুক্তিযোদ্ধার সনদ বাতিল

মোসলেম উদ্দিনসহ নরসিংদীর ৩ মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল(জামুকা)। জামুকার ৭০তম সভার সুপারিশের আলোকে ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে গত ৫ জানুয়ারি গেজেট হয়েছে। আর রবিবার এই গেজেট প্রকাশ করা হয়। এই ৫২ জনের মধ্য ৩ জন রয়েছে নরসিংদীর। এর মধ্য বঙ্গবন্ধুর খুনি মোসলেম উদ্দিনের গ্রামের বাড়ি শিবপুর থানার দত্তেরগাও গ্রামে। তার বাবার নাম আবদুল হক খান। মোসলেহ উদ্দিনের সেনা গেজেট নম্বর-৬৪৩। অপর ২ জন হলেন নরসিংদী সদরের আবুল ফজল (গেজেট-৩৭৫২, সনদ-ম-১৮৫১৫), মো. জয়নাল (গেজেট-৩৭৫৯, সনদ-ম-১৮৫১৪)। বঙ্গবন্ধুর খুনি মোসলেম উদ্দিন পলাতক রয়েছে।

বঙ্গবন্ধুর খুনিদের খেতাব বাতিল করতে আদালতের নির্দেশনার আলোকে মোসলেম উদ্দিনের খেতাব এবং মুক্তিযোদ্ধার সনদ দুটোই বাতিল করা হয়েছে।