২৫শে জানুয়ারীর মধ্যেই আসছে সিরামের করোনা ভ্যাকসিন
অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২৫শে জানুয়ারীর মধ্যেই আসছে সিরামের ভ্যাকসিন। ২১ থেকে ২৫শে জানুয়ারীর মধ্য আসবে ৫০ লক্ষ ভ্যাকসিন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক রবিবার বিকালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। এই টিকা আমদানীর দায়িত্বে রয়েছে বেক্সিমকো। তারা ইতিমধ্য টিকার জন্য ৫০০ কোটি টাকা সিরাম ইনসটিটিউট অফ ইন্ডিয়াকে পরিশোধ করার জন্য স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে জমা দিয়েছে। প্রথম চালানের টিকা বাংলাদেশে আসার পর সিরাম ইনস্টিটিউট তা উত্তোলন করতে পারবে। করোনা টিকার প্রতিটি ডোজের দাম ৫ ডলার। সেখান থেকে বেক্সিমকো ১ ডলার পাবে। ভ্যাট, ট্যাক্স ও ট্রান্সফার ফি বেক্সিমকো বহন করবে।
উল্লেখ্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা মিলে করোনা ভাইরাসের যে টিকা তৈরী করেছে তার উৎপাদন ও বিপননের সাথে যুক্ত রয়েছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। গত নভেম্বরে সিরাম থেকে ৩ কোটি ডোজ টিকা ক্রয় করার জন্য চুক্তি করেছে বেক্সিমকো।