চীনে স্বর্ণখনিতে আটকে পড়া ১১ জনকে উদ্ধার
গত ১০ই জানুয়ারী চীনের শানডং প্রদেশের হুসান স্বর্ণখনিতে এক বিস্ফোরণের পর খনির প্রবেশ মুখটি ধসে পড়েছিল। এর ফলে খনির ২০০০ ফুট নিচে আটকা পড়ে ২২ জন শ্রমিক। এদের মধ্য ১ জন মৃত্যুবরন করেছে খনির ভিতরেই। ১৪ দিন আটকা থাকার পর ১১ জনকে রোববার উদ্ধার করার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তবে বাকি ১০ জনের কি অবস্থা তা এখনো জানা যায়নি।
ঘটনার ১ সপ্তাহ পর্যন্ত আটকে পড়া শ্রমিকদের সাথে কোন রকম যোগাযগ করা যায়নি। গত ১৭ই জানুয়ারী খনির গভীরে ওপর থেকে একটি রশি পাঠানো হলে তাতে টান অনুভব করে উদ্ধার কর্মীরা। আর রশিতে বেধে একটি চিরকোট পাঠায় শ্রমিকরা। তখনই ১১ শ্রমিকের প্রানে বেঁচে থাকার কথা জানা যায়। পরে ড্রিল মেশিন(বড় ধরনের) দিয়ে ছিদ্র করে আটকে পড়া শ্রমিকদের কাছে খাবার ও ঔষধ পাঠানো হয়।
আজ যখন ১১ জনকে উদ্ধার করে ওপরে উঠানো হয় তখন তারা বেশ ক্লান্তছিল। এবং এদেরকে অ্যম্বোলেন্সে করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। বাকি ১০ শ্রমিকের ভাগ্যে কি ঘটেছে তা জানার চেষতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। চীনে কিছুদিন পরপরই বিভিন্ন খনিতে বিস্ফোরন ঘটে এবং তা খবরে শিরোনাম হয়।