ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষনা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষনা করেছে বিসিবি। শনিবার দুপুরে এই চূড়ান্ত দল ঘোষনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ক্যাপ্টেন হিসাবে থাকছেন মমিনুল হক। বাকি সদস্যরা হলেন-তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, লিটন দাস, ইয়াসির আলী, মুস্তাফিজুর রহমান, সাইফ হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন ও হাসান মাহমুদ। ঘোষিত দলে নতুন হিসাবে ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ। অপরদিকে প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহান।
দুই ম্যাচ সিরিজের ১ম টেস্ট শুরু হবে ৩রা ফেব্রুয়ারী চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং ২য় ম্যাচটি শুরু হবে ১১ই ফেব্রুয়ারী ঢাকায় সের ই বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।