ফেব্রুয়ারী ও মার্চ মাস পর্যবেক্ষণ করে শিক্ষা প্রতিষ্ঠান খোলে দেওয়া হবে-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফেব্রুয়ারী ও মার্চ মাস পর্যবেক্ষণ করে শিক্ষা প্রতিষ্ঠান খোলে দেওয়া হবে। তিনি আজ সকালে গনভবন থেকে ভার্‌চুয়ালী এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ শেষে এ কথা বলেন। তিনি বলেন কিছু মানুষ আছে যারা অনেক ভাল কাজেরও সমালোচনা করে। করোনা মহামারিকালে ক্লাস খোলে দিলে কেউ যদি আক্রান্ত হয় তার দায়ভার কে নিবে? ফলাফল নিয়ে বিরুপ মন্তব্য না করতেও প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন। শিক্ষার্থীদের জীবন থেকে যেন ১টি বছর নষ্ট না হয়ে যায় সেই জন্য বিশেষজ্ঞদের পরামর্শে এভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ও হস্তান্তর’ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্‌চুয়ালী অংশ নিয়ে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এই সময় শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি ফলাফল সকল বোর্ডের চেয়ারম্যানদের হাতে তুলে দেন।