বাংলাদেশের কাছে ৫০০০ ডোজ টিকা চেয়েছে হাঙ্গেরি
ইউরোপের দেশ হাঙ্গেরি বাংলাদেশের কাছে ৫ হাজার ডোজ করোনা ভাইরাসের টিকা চেয়েছে। সরকার হাঙ্গেরিকে তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংসদে রাষ্ট্রপতির ওপর ধন্যবাদ প্রস্তাবে আলোচনার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম সংসদকে এই তথ্য জানান। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রনালয় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বলে মন্ত্রী সংসদকে জানিয়েছেন। এ ছাড়াও দক্ষিন আমেরিকার দেশ বলিভিয়াও বাংলাদেশের কাছে টিকা চেয়েছে।
বাংলাদেশ ইতিমধ্য ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি ডোজ টিকা ক্রয় করেছে। তার মধ্য ৫০ লক্ষ ডোজ টিকা বাংলাদেশ ইতিমধ্য হাতে পেয়েছে। তাছাড়া আরও ২০ হাজার ডোজ করোনা ভাইরাসের টিকা ভারত বাংলাদেশকে উপহার হিসাবে দিয়েছে। ২৭শে জানুয়ারী থেকে বাংলাদেশে করোনা ভাইরাসের টিকাদান শুরু হয়েছে। ইতিমধ্য দেশের ৩৬টি জেলায় করোনা ভাইরাসের টিকা পৌছে গেছে। ৭ই ফেব্রুয়ারী থেকে সারাদেশে একযুগে টিকাদান শুরু হবে বলে সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে। আর তা বাস্তবায়নের জন্য ইতিমধ্য সরকার ব্যপক প্রস্তুতি গ্রহন করেছে।