প্রেসক্লাবের সামনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার সকাল ১১টা থেকে প্রতিবাদ সমাবেশ চলছিল। এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিন শাখা। তাতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোসারফ হোসেন। বেলা ১২টার সময় মোসারফ হোসেনের বক্তব্যর শেষেরদিকে সমাবেশে বেশ উত্তেজনা চলছিল। সমাবেশ থেকে একদল বিএনপি নেতাকর্মী প্রেসক্লাবের বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। একই সময়ে পুলিশ লাঠিপেটা করে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। লাঠি চার্জে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। এই সময় বিএনপি নেতা মোসারফ হোসেনসহ অন্যান্যরা প্রেসক্লাবের ভিতরে আশ্রয় নেন। পরিস্থিতি শান্ত হলে তারা প্রেসক্লাব থেকে বাহির হয়ে চলে যান।
এদিকে কর্তব্যরত পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপি নেতাকর্মীরা বিনা উস্কানীতে পুলিশের ওপর হামলা চালিয়েছে। এই সমাবেশে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, কেন্দ্রীয়নেতা শহিদ উদ্দিন চৌধুরী এনি, নাজিম উদ্দিন আলম, হাবিবুন নবী খান সোহেল প্রমুখ।