চীনের সিনোফার্ম থেকে দেড় কোটি ডোজ টিকা ক্রয়ের অনুমোদন
আজ মন্ত্রীপরিষদের ক্রয় সংক্রান্ত কমিটির এক জরুরী সভায় এই অনুমোদন দেওয়া হয়। তবে জি টু জি বেসিসে বাংলাদেশ সরকার সরাসরি চীন সরকারের কাছ থেকে এই টিকা ক্রয় করবে। প্রতি ডোজ টিকার দাম পড়বে ১০ ডলার। যা বাংলাদেশী মুদ্রায় ৮৫৫ টাকা পড়বে। দেড় কোটি ডোজ টিকার মোট ক্রয়মূল্য হবে ১৫ কোটি ডলার বা ১২৮২ কোটি ৫০ লক্ষ টাকা।
সিনোফার্ম প্রতি মাসে ৫০ লাখ করে জুন, জুলাই ও আগস্ট মাসে এই টিকা বাংলাদেশকে সরবরাহ করবে। এর আগে চীন দুই ধাপে বাংলাদেশকে মোট ৬ লক্ষ ডোজ টিকা উপহার হিসাবে বাংলাদেশকে দিয়েছে। বুধবার থেকে দেশে সিনোফার্মের এই টিকা আনুষ্ঠানিকভাবে প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই কার্যক্রম উদ্ভোধন করেন। এদিকে যুক্তরাষ্ট্রের ফাইজার কোঃ টিকাও দেশে জরুরী ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।