বিশ্ব শান্তি সূচকে ৬ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯১ তম

অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইপি)’ আজ ১৭ জুন এই তালিকা প্রকাশ করেছে। তালিকায় সূচকে বাংলাদেশের অবস্থান ৬ ধাপ এগিয়েছে। গত বছর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। মোট বিশ্বের ১৬৩টি দেশের জন সাধারনের শান্তিপূর্ণ জীবন-যাপনের নিরাপত্তা, সুরক্ষা, অর্থনৈতিক পরিস্থিতি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে নেওয়া পদক্ষেপের ওপর ভিত্তি করে এই সূচক নির্ধারণ করে আইপি। এ বছর বছর সুরক্ষা ও নিরাপত্তা, চলমান সংঘাত এবং সামরিকায়ন এই তিনটি মানদণ্ডের ওপর ভিত্তি করে তালিকা তৈরি করা হয়েছে।

এই তালিকায় দক্ষিন এশিয়ার মধ্য বাংলাদেশ ৩য় অবস্থানে রয়েছে। বাংলাদেশের আগে রয়েছে নেপাল ও ভুটান। তাদের অবস্থান যথাক্রমে ২২তম ও ৮৫তম। দক্ষিন এশিয়ায় ৪র্থ অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা এবং ৫ম অবস্থানে রয়েছে ভারত। তালিকায় এদের অবস্থান যথাক্রমে ৯৫তম ও ১৩৫তম। দক্ষিন এশিয়ায় পাকিস্তানের অবস্থান হয়েছে ৬ষ্ঠ তম। এই তালিকায় পাকিস্তানের অবস্থান ১৫০তম। অপরদিকে তালিকায় আফগানিস্তানের অবস্থান ১৬৩তম।