সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে। আর এই লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। প্রাথমিকভাবে তা চলবে ৭ দিন। প্রয়োজন হলে পর্যায়ক্রমে লকডাউনের সময় বাড়ানো হবে। এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। কোভিড-১৯ সংক্রান্ত বিশেষজ্ঞ টেকনিকেল কমিটির সুপারিশে এই লকডাউন দেওয়া হচ্ছে।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লকডাউনে জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাহির হতে পারবে না। বন্ধ থাকবে সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান। শুধু জরুরী সেবা সমূহ চালু থাকবে। গন পরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরী পন্য বহনকারী যানবাহন চলাচল চালু থাকবে।