দেশে করোনায় আরও ২২৫ জনের প্রানহানি
গত ২৪ ঘন্টায় করোনায় ২২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ১১৫৭৮ জন। । এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৭৮৯৪ জন ও ১১০৩৯৮৯ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ২৯.০৯ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৫.২২ শতাংশ। রবিবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৮৮৪৫ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৯৩২০০৮ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৬২৭টি ল্যাবে মোট ৩৯৮০৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় যে ২২৫ জন মারা গেছেন তার মধ্য ১২৩ জন পুরুষ ও ১০২ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ২১২ জন হাসপাতালে ও ১৩ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ১১৫ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ৬০ জন, রাজশাহী বিভাগের ২০ জন, খুলনা বিভাগে ৫৪ জন, চট্রগ্রাম বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশালে ৯ জন, সিলেট বিভাগে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৪ জন রয়েছে।