টান টান উত্তেজনায় শেষ ম্যাচ জয়ে সিরিজ বাংলাদেশের
শেষ ম্যাচে ৫ ইউকেটে জিম্বাবুয়েকে পরাজিত করে ২-১ এ টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। টস জিতে জিম্বাবুয়ে বাংলাদেশকে ফিল্ডিং এ পাঠায়। প্রথমে ব্যাট করে মাত্র ২৬ বলে তারা ৫০ রান তুলে। জিম্বাবুয়ের ব্যাটম্যানদের কাছে অসহায় হয়ে পড়ে বাংলাদেশের বোলাররা। তাসকিনের ১ ওভারে পরপর ৫টি চার মারেন মাদাবেরী। ফ্যাকাশে হয়ে যায় তাসকিনের মুখ। ৬৩ রানে জিম্বাবুয়ের প্রথম উইকেটের পতন ঘটে। সাইফুদ্দিনের বলে আউট হন মারুমানি। জিম্বাবুয়ের ২য় উইকেটের পতন হয় দলীয় ১২২ রানে। রেজিস চাকাবা সৌম্য সরকারের বলে সামীম পাটুয়ারীর হাতে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরে যান। তার আগে তিনি ২২ বলে ৪৮ রান করেন। আর ১২৫ রানে জিম্বাবুয়ের ৩য় উইকেটের পতন ঘটে। শূন্য রানে আউট হন সিকান্দর রাজা। স্বাগতিকদের ৪র্থ উইকেটের পতন ঘটে ১৪৬ রানের মাথায়। এই সময়ে মাদেবেরী ৩৬ বলে ৫৪ রান করে সাকিব আল হাসানের বলে শরিফুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন। পঞ্চম উইকেটের পতন হয় দলীয় ১৭৫ রানের মাথায়। শেষ পর্যন্ত স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ১৯৩/৫(২০ ওভার)।
১৯৪ রানে জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ২০ রানের মাথায়। ব্যক্তিগত ৩ রান করে আউট হন মোহাম্মদ নাইম। দলীয় ৭০ রানে ১৩ বলে ২টি ছক্কা ও ১টি চারের সাহায্যে ২৫ রান করে আউট হন সাকিব আল হাসান। দলীয় ১৩৩রানে আউট হন সৌম্য সরকার। তার আগে তিনি ৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ে ফিরান। তারপর মাসাকাডজার বলে বোল্ড হয়ে ৫ বল খেলে ২টি ছক্কার সাহায্যে ১৪ রান করে আউট হন আফিফ হোসেন। এই সময় দলীয় রান ছিলা ১৫০/৪। দলীয় রান যখন ১৮৭ মাহমুদুল্লাহ আউট হন ২৮ বলে ৩৪ রান করে। ১৫ বলে ৩১ রান করে দলকে জয় উপহার দিয়ে অপরাজিত থাকেন তরুন হিটার সামীম পাটুয়ারী। শেষ পর্যন্ত ৪ বল বাকি রেখেই ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।
ম্যান ও ম্যান অব দ্য সিরিজ হয়েছেন সৌম্য সরকার। স্কোর -জিম্বাবুয়েঃ ১৯৩/৫( ২০ ওভার), বাংলাদেশ-১৯৪/৫(১৯.২ ওভার)