দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড, ২৪ ঘন্টায় ২৫৮ জন
গত ২৪ ঘন্টায় করোনায় ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এটিই দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর নতুন সর্বোচ্চ রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ২৪৭। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ১৪৯২৫ জন। । এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৯৭৭৯ জন ও ১১৯৪৭৫২ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ২৮.৪৪ শতাংশ। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ১২৪৩৯ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ১০২২৪১৪ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৬৩৯টি ল্যাবে মোট ৫২৪৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় যে ২৫৮ জন মারা গেছেন তার মধ্য ১৩৮ জন পুরুষ ও ১২০ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ২৪৩ জন হাসপাতালে ও ১৫ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ১৪৭ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ৮৪ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগে ৫০ জন, চট্রগ্রাম বিভাগে ৬১ জন, রংপুর বিভাগে ১১ জন, বরিশালে ১৩ জন, সিলেট বিভাগে ৭ জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন।