সড়ক দুর্ঘটনায় রায়পুরা থানার আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির খান নিহত
নরসিংদী জেলার রায়পুরা থানার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খান (৫২) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার পুলেরঘাট এলাকায় মটর বাইক চালিয়ে নরসিংদী ফেরার পথে পিছন থেকে একটি সিএনজি সজোড়ে ধাক্কা দিলে মটরবাইকটি ছিটকে পড়ে। এই সময় তিনি ও তার সাথে থাকা আরোহী রাজিব সাহা গুরুতর আহত হন। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাদেরকে উদ্ধার করে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নাসির উদ্দিনকে মৃত ঘোষনা করে। বেলা ৩টার সময় আহত রাজিব সাহার জ্ঞান ফিরে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিজ ঠিকাদারীর কাজ দেখাশুনা করতে সহকারী রাজিব সাহাকে নিয়ে মোঃ নাসির উদ্দিন খান কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় যান। কাজ তদারকি শেষে পুলেরঘাট এলাকায় তিনি দুর্ঘটনায় পতিত হন। তার লাশ ময়না তদন্তের জন্য বাজিতপুরে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে। শনিবার সকালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রায়পুরার গন-মানুষের নেতা একাধিকবার রায়পুরা থেকে নির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী রাজি উদ্দিন রাজু, রায়পুরা থানা আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসেন, আমিরগঞ্জ ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জামিল খানসহ অন্যান্য আরও অনেক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
মোঃ নাসির উদ্দিন খানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য তিনি আমিরগঞ্জ ইউনিয়ন শাখা আওয়ামিলীগেরও সভাপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। শনিবার বাদ আসর রায়পুরা উপজেলা পরিষদে ও বাদ মাগরিব হাসনাবাদ হাই স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।