শেখ কামাল ছিলেন দেশের সর্বশ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক-অধ্যাপক ডঃ সৈয়দ হুমায়ুন আখতার

গত ৫ই আগস্ট শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এক জুম আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বাউবির উপাচার্য অধ্যাপক ডঃ সৈয়দ হুমায়ুন আখতার বলেন, শেখ কামাল ছিলেন দেশের সর্বশ্রেষ্ট ক্রীড়া সংগঠক। মননে, চিন্তায় আধুনিকতায় এক স্বপ্ন পুরুষ।উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন আবুধাবি জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ হাবিবুল হক খন্দকার। তিনি শেখ কামালের বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠী হিসাবে অনেক অজানা তথ্য সভায় উপস্থাপন করেন।তিনি বলেন মিথ্যাচার ও বানোয়াট অপপ্রচারের মাধ্যমে এক সময় শেখ কামালের বিরুদ্ধে বিষোদগার করা হয়েছে। শেখ কামাল দেশের জন্য গঠনমূলক চিন্তা করতেন।সংস্কৃতিমনা ও আবহানী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামাল ছিলেন যুবসমাজের প্রতীক।মানুষের পাশে দাঁড়ানো তার মানবিক গুনাবলীর অন্যতম বৈশিষ্ট ছিল। বাউবির এক প্রেস রিলিজের মাধ্যমে এইসব তথ্য জানানো হয়।

সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন বাউবির উপ-উপাচার্য অধ্যাপক ডঃ নাসিম বানু, উপ-উপাচার্য অধ্যাপক ডঃ মাহবুবা নাসরিন।আরও সংযুক্ত ছিলেন বাউবির রেজিস্টার, বিভিন্ন স্কুলের ডীন, পরিচালকবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।