টি-২০ ও ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ১ নাম্বারে সাকিব

ক্রিকেটের তিন ফরম্যাটেরই র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। তাতে দেখা যায় সাকিব আল হাসান ক্রিকেটের টি-২০ ও ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ১ম স্থানে আছেন। টি-২০ ফরম্যাটে সাকিবের রেটিং পয়েন্ট ২৮৬ ও ওয়ানডে ফরম্যাটে রেটিং পয়েন্ট ৪১৬। এই দুই ফরম্যাটেই সাকিবের পরেই ২য় অবস্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। টি-২০ ফরম্যাটে নবীর রেটিং পয়েন্ট ২৮৫ ও ওয়ানডে ফরম্যাটে রেটিং পয়েন্ট ২৯৪। টি-২০ ফরম্যাটে নবীর রেটিং পয়েন্ট সাকিবের থেকে মাত্র ১ পয়েন্ট কম।

টেস্ট ক্রিকেটের অলরাউন্ডার রেংকিংয়ে সাকিব আল হাসান আছেন ৫ম স্থানে। এই ফরম্যাটের অলরাউন্ডার রেংকিংয়ে ১ম স্থানে আছেন জেসন হোল্ডার। টেস্ট ব্যাটসম্যানদের রেংকিংয়ে ১ম স্থানে আছেন কেন উইলিয়ামসন। ওডিআই ক্রিকেটের ব্যাটিং রেংকিংয়ে পাকিস্তানের বাবর আজম আছেন প্রথম স্থানে। ওয়ানডে ক্রিকেটের বোলিং রেংকিংয়ে ১ম স্থানে আছেন নিউজিল্যান্ডের টেন্ট বোল্ট। এই ফরম্যাটে বোলিং রেংকিংয়ে ৪র্থ অবস্থানে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। টি-২০ ফরম্যাটে বোলিং রেংকিংয়ে মোস্তাফিজুর রহমান আছেন ১০ নাম্বারে। তিন ফরম্যাটেই ব্যাটিং রেংকিংয়ে ১ থেকে ১০ এর মধ্য বাংলাদেশের কোন খেলোয়ারের নাম নাই।