গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও আক্রান্ত দুইই কমেছে
গত ২৪ ঘন্টায় করোনায় ১৯৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৮৪৬৫জন। । এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ২৩৮১০ জন ও ১৪০৫৩৩৩ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ২০.৮৩ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৬.৮৫ শতাংশ। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ১১৪৫৭ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ১২৭৩৫২২ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৭০৮টি ল্যাবে মোট ৪০৬৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় যে ২৯৭ জন মারা গেছেন তার মধ্য ১০৮ জন পুরুষ ও ৮৯ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ১৮৮ জন হাসপাতালে ও ৯ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ১২৫ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ৭৮ জন, রাজশাহী বিভাগের ৮ জন, খুলনা বিভাগে ১৮ জন, চট্রগ্রাম বিভাগে ৫৩ জন, রংপুর বিভাগে ৯ জন, বরিশালে ১১ জন, সিলেট বিভাগে ৮ জন ও ময়মনসিংহ বিভাগে ১২ জন।