দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৫৫১৩ জন
গত ২৪ ঘন্টায় করোনায় ১১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৫২৪৯ জন। । এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ২৫৫১৩ জন ও ১৪৭২৯৬৪ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ১৫.১২ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৬.৮৯ শতাংশ। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৮৯০৭ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ১৩৮১৭৬৩ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৭৩৬টি ল্যাবে মোট ৩৪৭০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭২১০১৪ টি। ২৪ ঘন্টায় যে ১১৪ জন মারা গেছেন তার মধ্য ৫৬ জন পুরুষ ও ৫৮ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ১১১ জন হাসপাতালে ও ৩ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ৬৭ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ৪২ জন, রাজশাহী বিভাগের ৬ জন, খুলনা বিভাগে ১৩ জন, চট্রগ্রাম বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৬ জন, বরিশালে ৫ জন, সিলেট বিভাগে ৯ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন।